নাম রিনশিনা, Rinsheena এর অর্থ জানুন বাংলায়

 

নাম > রিনশিনা
Advertisement


নাম : রিনশিনা, Rinsheena
লিঙ্গ : ছেলে
জাতি : Indian, Muslim, Bengali
রিনশিনা, Rinsheena অর্থ: এর কোনো অর্থ নেই অথবা এইটা একটি আধুনিক নাম
প্রকার: কোনো অনুরূপ নাম নেই
সংখ্যা : 5
রাশি : কন্যা রাশি
নক্ষত্র : চিত্রা
Read this page in English..

রিনশিনা, Rinsheena এর অর্থ
চন্দ্র ভিত্তিক বৈদিক জ্যোতিষবিদ্যা অনুযায়ী যে মানুষদের নাম রিনশিনা, Rinsheena হয় সেই মানুষদের মধ্যে সাধারণত সব কিছু খুব সহজে পেয়ে যাওয়ার একটি সহজাত ক্ষমতা থাকে। এই মানুষেরা সাধারণত সবার স্নেহের পাত্র বা পাত্রী হয় এবং অন্য সকলে এদের প্রতি পক্ষপাতিত্ব করে। এদের ভালোবাসার মানুষটির থেকেও প্রশংসা পেতে সাধারণত এদের খুবই ভালো লাগে। এই বিশেষ ব্যক্তিরা সাধারণত লক্ষভ্রষ্ট হতে একদমই পছন্দ করে না এবং নিজেদের লক্ষ্য থেকে কখনোই হয়তো সরে না। তাদের পুরো জগৎটাই হয়তো তারা তাদের লক্ষ্যের ওপর ভর করে তৈরী করে। যেহেতু সাধারণত এই গুনের জন্যই তারা হয়তো তাদের কর্ম জীবনে মনোনিবেশ করতে পারে আর অবশেষে সাফল্য অর্জন করতে পারে সেহেতু এই গুঁটি হয়তো তাদের খুবই কাজে আসবে। এই নামের প্রবল প্রভাবের দরুন এই মানুষেরা তাদের মনের কথা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে সক্ষম হবে। পুস্তকীয় পঠনপাঠন ছাড়াও এই জাতকেরা অন্য সব প্রকারের জ্ঞান লাভ করতে সাধারণত পছন্দ করে। তবে এই নামের মানুষদের হয়তো কিছু নেতিবাচক দিকও থাকবে। যদিও তাদের চরিত্রের এই দিকগুলি হয়তো খুব একটা লক্ষণীয় হবে না তবুও এই দোষগুলির জন্য হয়তো তাদের সাফল্য লাভ করতে দেরি হবে। যেহেতু এই মানুষগুলির মধ্যে দৃঢ়চিত্ত মনোভাব ও অফুরন্ত কর্মশক্তি দুই দেখা যায় সেহেতু হয়তো এই মানুষেরা সব সমস্যার সমাধান খুঁজে বার করার জন্য কোনো সঠিক পদ্ধতি খুঁজে বার করতে পারবে এবং তার সাহায্যে সব সমস্যার সমাধান করতে উদ্দত হবে। সাধারণত কয়েকটি লক্ষ্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় এবং তারা হয়তো সেই লক্ষগুলিতে পৌঁছতে একটুও সময় নষ্ট করতে পছন্দ করবে না।

Advertisement


রিনশিনা, Rinsheena এর অভিব্যাক্তি সংখ্যা 3 বৈদিক জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের অনেক গুরুত্ব রয়েছে।
বৈদিক জ্যোতিষবিদ্যা অনুযায়ী যে মানুষদের নাম রিনশিনা, Rinsheena হয় সেই মানুষেরা সাধারণত খুবই কমনীয় স্বভাবের হয়। এবং একই সাথে তারা সাধারণত খুবই মিশুকে স্বভাবের হয়। তবে তাদের জীবনের সব ক্ষেত্রেই হয়তো তারা খুঁতখুঁতে হয়। কখনো কখনো এই স্বভাবের জন্য হয়তো তারা তাদের জীবনের সব থেকে ভালো জিনিষটা পাবে আবার কখনো কখনো হয়তো তারা সব থেকে খারাপ জিনিষটা পাবে। তাদের রসবোধ হয়তো খুবই প্রখর হবে। তারা সাধারণত সৃজনশীল কাজকর্ম যেমন আঁকা বা গান বা নাচ বা অন্য আরো অনেক কিছু এসবের প্রতি খুবই উৎসাহী হবে। তাদের উপস্থিত বুদ্ধি হয়তো খুবই প্রখর হবে। তারা হয়তো খুব তাড়াতাড়ি বেশ কয়েকটি কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্য হয়তো তারা অনেক খ্যাতি অর্জন করতে পারবে। তারা হয়তো তাদের কাজের প্রতি ও জীবনের বাকি সব বিষয়ের প্রতি খুবই অনুপ্রাণিত হবে। তারা হয়তো অন্য মানুষদেরও উৎসাহিত করে তুলতে পারবে। তাদের মধ্যে সাধারণত একটি ভালো ও পেশাদার লেখক হওয়ার সব গুণই থাকবে এবং এর সাহায্যে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। যদি তারা এই কর্মক্ষেত্রকে তাদের পেশা হিসেবে গ্রহণ করে তাহলে হয়তো তারা একজন পেশাদার লেখক হিসেবে অনেক খ্যাতি ও অর্থ উপার্জন করতে পারবে। কখনো কখনো হয়তো তারা খুবই আবেগপ্রবণ হয়ে পরে এবং তখন হয়তো তারা তাদের সব সিদ্ধান্ত নিজেদের হৃদয় থেকে নেয়। তবে এই সিদ্ধান্তগুলির জন্য হয়তো তারা বিপদে পরতে পারে। তাদের মধ্যে হয়তো একজন ভালো নেতা হওয়ার সব গুণ থাকবে। এই প্রেক্ষিতে দেখতে গেলে তারা হয়তো একজন রাজনৈতিক নেতা হিসেবেও ভালো সাফল্য লাভ করতে পারে।
.
যে মানুষদের নাম রিনশিনা, Rinsheena হয় সেই মানুষেরা সাধারণত তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভালো করে বাঁচতে চায়। তাদের যত কষ্টই হোক না কেন তারা হয়তো কখনোই তা সবার সামনে প্রকাশ করবে না। বরং সাধারণত বাইরের দিক থেকে দেখতে গেলে তাদের খুবই আনন্দময় লাগবে। এই মানুষেরা সাধারণত বাহ্যিক সৌন্দর্য বা নান্দনিকতাকে বেশি গুরুত্ব দেবে। এরা সাধারণত বিলাসবহুল জামাকাপড় এন্ড রাজকীয় গয়নাগাটি পড়তে বেশি পছন্দ করবে। যে মানুষের নাম রিনশিনা, Rinsheena হবে সে হয়তো কন্যা রাশিতে পরবে এবং সাধারণত খুবই অধৈর্য ও উগ্রপ্রকৃতির মানুষ হবে। তবুও তাদের অন্যের জোর হয়তো খুব বেশি পরিমানে থাকবে এবং তার জন্য সাধারণত অন্যেরা তাদের হিংসা করবে। তারা হয়তো তাদের চিন্তাধারায় একদম অটল থাকবে। তাদের মধ্যে হয়তো যথাযথ পরিমানে শক্তি থাকবে। সাধারণত এই মানুষেরা কখনোই শুধুমাত্র কোনো কিছু ওপর থেকে দেখে তা বিশ্বাস করে নেবে না। এই মানুষদের মধ্যে হয়তো অনুসন্ধান করার মানসিকতা থাকবে। সাধারণত সৌন্দর্য তাদের খুবই পছন্দ হয়। তারা হয়তো তাদের বাড়িতে একটা ভালো পরিবেশ বজায় রাখতে পারবে। সাধারণত এই ব্যক্তিরা ব্যবসায় সৌভাগ্য লাভ করবে। তাদের মধ্যে হয়তো কাম লালসার প্রতি একটা বিশেষ আসক্তি থাকবে আর তমসার প্রবৃত্তি থাকবে। সুতরাং তারা সাধারণত অনেক সময়ই একটি কামুক ব্যক্তিত্বের পরিচয় দেবে। তাদের অনুসন্ধিৎসু মনের জোরে তারা হয়তো সব কিছুই বোঝার জন্য তা তলিয়ে দেখবে। তাদের যুক্তিযুক্ত কথাবার্তার জন্য সাধারণত যে কোনো আলোচনা সভাতেই তাদের ডাকা হবে। তাদের অধীনস্থ হয়ে যারা কাজ করবে সেই মানুষদের জীবনে হয়তো অনেক দুর্ভোগ নেমে আসবে।

নাম রিনশিনা, Rinsheena বা (কোনো অনুরূপ নাম নেই) মানে এর কোনো অর্থ নেই অথবা এইটা একটি আধুনিক নাম. এই নাম 32 সংখ্যার অন্তর্গত
যে মানুষদের নাম রিনশিনা, Rinsheena হবে সেই মানুষেরা হয়তো জীবনে অনেক বাধার সম্মুখীন হয়ে সেটাকে অতিক্রান্ত করতে পছন্দ করবে এবং এটাই হয়তো তাদের সব থেকে বড়ো গুণ হবে। এই জাতকেরা হয়তো নিজে থেকেই তাদের প্রতিপক্ষদের বিরুদ্ধে যাবে যার ফলে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে এবং তারা এই কাজটা বারংবার করতেই থাকবে। তবে তাদের হয়তো নিজেদের বুদ্ধি খাটিয়ে এটা বোঝা দরকার যে কখনো কখনো হয়তো তাদের এই পথে না এগিয়ে থেমে যাওয়া উচিত। কখনো কখনো হয়তো তাদের শত্রুরা তাদের থেকে বেশি বুদ্ধিমান হবে এবং সেই ক্ষেত্রে এই মানুষেরা হয়তো বোকা বোনে যাবে আর নিজেদের শুরু করা যুদ্ধে নিজেরাই হেরে যাবে। তারা হয়তো যেখানেই সুযোগ পাবে সেখানেই কোনো না কোনো বিবাদে জড়িয়ে পরবে। তারা হয়তো তাদের জন্য একেবারে সঠিকভাবে পরিকল্পনা করা জীবন খুঁজে বেড়াবে। এই জাতকেরা হয়তো উদ্দীপনামূলক কাজ কর্ম করতে খুবই পছন্দ করবে। তারা হয়তো খেলাধুলা করতে খুবই ভালোবাসবে। তাদের মধ্যে হয়তো সৌন্দর্যের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে এবং তার ফলে হয়তো তারা খুব সহজেই আসল সৌন্দর্য খুঁজে বার করতে পারবে। তারা হয়তো তাদের জীবনের মাঝ পথে এসে কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে এবং এরকম হওয়ার সম্ভাবনা হয়তো তাদের জীবনে খুব বেশি মাত্রায় থাকবে। এই সব সময়ে এই ব্যক্তিরা হয়তো তাদের খারাপ ভাগ্যের জন্য খুবই ভেঙ্গে পরবে। এই নামের মানুষেরা সাধারণত খুবই যত্নশীল স্বভাবের হয়। এই জাতকেরা সাধারণত মাতৃ গুণ সম্পন্ন হয়। এই মানুষদের মধ্যে সাধারণত অতিরিক্ত মাত্রায় শক্তি থাকে। তারা হয়তো ঐক্যবদ্ধ হয়ে সব কাজ করতে পছন্দ করবে।





Advertisement


নামের অর্থ জানুন

নামের অর্থ

Advertisement

নাম খুজুন

নাম খুজুন




জর্ম তারিখ অনুযায়ী নাম সার্চ







Advertisement

Advertisement